Sunita Jash


কেমনে ভালোবাসি তোমায় Translated by Sunita Jash
(How do I Love Thee by Elizabeth Barrett Browning)

ভালোবাসি কিভাবে তোমায়? হাতে গুনে দেখি কতভাবে।
আমার অন্তরতম যতখানি যেতে পারে চারিদিক, ভালোবাসা ততখানি
দেখা-অদেখার সীমানা ছাড়িয়ে যতদূর যেতে পারি, ভালোবাসা ততখানি।
রোজনামচার প্রয়োজন পরিসরে,
দিন শুরু থেকে দিনান্তে, ভালোবাসি।
ভালোবাসি নির্দ্বিধায়, যেমন মানুষ লড়ে তার অধিকারের লড়াই
ভালোবাসি পবিত্রতায়, যেমন মানুষ বিনয়ী তার কর্তব্যের প্রশংসায়
ভালোবাসা সতীব্র তেমন যা সামলেছে
ছোট ছোট দুঃখযাপন, শৈশবের মনন গড়ন
অতীতের ছায়ানাটে কত পরিজন
হারিয়েছি তাদের,সে ভালোবাসা সব তোমার সুজন
প্রশ্বাসে, প্রশান্তিতে, হাসি, চোখে-জলে 
ভালোবাসি তোমায় সেসব নিয়ে অবিচলে
জীবন ফুরোবে যখন, তারও পরে জানি
পরমতরের পরশে তোমার জন্য বাড়বে আমার ভালোবাসাখানি।

Elizabeth Barrett Browning is one of the significant woman poet of Victorian England.

Sunita Jash
Sunita Jash

Presently working as a Govt. Auditor in Co-operation (Audit) Dept., Govt. of West Bengal, have immense interest in folk art and culture of India, especially of West Bengal. She is a trained Kathak dancer and passionate painter completing higher studies in both sectors; has been published in anthologies in both Bengali and English, and worked as a translator in a renowned web-magazine.